OrdinaryITPostAd

টিবি রোগের লক্ষণ সমুহ এবং টিবি রোগ থেকে প্রতিকারের উপায়

টিবি বা যক্ষা রোগের বেশ কিছু লক্ষণ বা উপসর্গ রয়েছে । টিবি বা যক্ষা রোগের লক্ষণগুলো এবং টিবি রোগ থেকে প্রতিকারের উপায় সম্পর্কে  আপনার জানা থাকা প্রয়োজন ।  আপনি যদি পোস্টটি পড়েন তাহলে জানতে পারবেন যক্ষা রোগে আক্রান্ত হয়েছেন কিনা । যক্ষা আক্রান্ত রোগীর যথাযথ চিকিৎসা না করালে মৃত্যু হতে পারে । তাই টিবি রোগ সম্পর্কে কোন অবহেলা নয় । এই রোগ সম্পর্কে সবারই ধারণা থাকা উচিত ।
টিবি রোগের লক্ষণ সমুহপ্রতি বছর বিশ্বে বহু মানুষ টিবি রোগে আক্রান্ত হচ্ছে । টিবি রোগ সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে অনেক মানুষ মারা যাচ্ছে । টিবি রোগের লক্ষণ গুলো আপনার জানা থাকলে আপনি দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবেন ।

পোস্ট সূচিপত্রঃ টিবি রোগের লক্ষণ

ভূমিকা

টিবি একটি বহু পুরাতন এবং প্রাচীনতম রোগ । পূর্বে এই রোগটি অনেক প্রাণঘাতি ছিল । এই রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ মারা গিয়েছে । কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে টিবি রোগের ঔষধ ও টিকা আবিষ্কৃত হয়েছে যার কারণে এখন আর এই রোগে আগের দিনের মতো মানুষ মারা যায় না । তাই বলে এখন এই রোগ সম্পর্কে অবহেলা করার কোন সুযোগ নেই । আমরা আমাদের এই পোস্টে টিবি রোগ কি , টিবি রোগ কত প্রকার , টিবি রোগের লক্ষণসমূহ এবং টিবি রোগের প্রতিকার নিয়ে আলোচনা করেছি ।

টিবি রোগ কি

টিবি একটি মারাত্মক সংক্রামক রোগ । আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এই রোগ এক ব্যক্তি থেকে আর এক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে । এই রোগের ইংরেজি নাম টিউবারকিউউলোসিস যা সংক্ষেপে টিবি নামেও পরিচিত । টিবি রোগ আক্রান্ত রোগীর হাঁচি , কাশি , কফ , থুথু ইত্যাদির মাধ্যমে এই রোগের জীবাণু ছড়িয়ে পড়ে । এই রোগে শুধু ফুসফুস নয় শরীরের অন্যান্য অঙ্গ ও আক্রান্ত হতে পারে ।

টিবি রোগ কত প্রকার

প্রধানত দুই ধরনের টিবি রোগ দেখা যায় । যথা :
সুপ্ত টিবি এবং সক্রিয় টিবি
সুপ্ত টিবি ঃ সাধারণত সুপ্ত টিবির কোন ধরনের লক্ষণ শরীরের বাইরে প্রকাশ পায় না এটি শরীরের অভ্যন্তরে সুপ্ত অবস্থায় থাকে তাই একে সুপ্ত টিবি বলে ।

সক্রিয় টিবি ঃ পক্ষান্তরে সক্রিয় টিবির লক্ষণ গুলো শরীরের বাইরে প্রকাশ পায় এবং সহজে সক্রিয় টিবি সনাক্ত করা যায় ।

টিবি রোগের লক্ষণ সমূহ

টিবি রোগের বেশ কিছু লক্ষণ রয়েছে যেগুলো আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আপনি বা আপনার পরিবারের কেউ টিবি রোগে আক্রান্ত হয়েছেন কিনা । নিম্নে টিবি রোগের লক্ষণ সমূহ আলোচনা করা হলো ঃ

ক্ষুধা মন্দা ঃ টিভি রোগে আক্রান্ত হলে কিছুই খেতে মন চাইবে না । ক্ষুধা মন্দা ভাব তৈরি হবে । খাবার খেতে অরুচি দেখা দিবে ।

ওজন কমে যাওয়া ঃ টিবি রোগে আক্রান্ত ব্যক্তি শরীরের ওজন দ্রুত কমতে থাকবে । দিন দিন এই রোগে আক্রান্ত ব্যক্তি শুকিয়ে যাবে ।

দীর্ঘস্থায়ী কাশি ঃ আক্রান্ত ব্যক্তির দীর্ঘস্থায়ী কাশি থাকবে । এই কাশি সহজে ভালো হবে না । একনাগারে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি থাকলে টিবি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ।

বুকে ব্যথা ঃ টিবি রোগে আক্রান্ত হলে বুকে প্রচণ্ড ব্যথা থাকে । রোগীর শ্বাস নিতে কষ্ট হবে ।

কাশির সাথে রক্ত ঃ এই রোগে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির কাশি বা কফের সাথে রক্ত বের হয়ে আসতে পারে ।

ক্লান্তি ভাব ঃ আক্রান্ত ব্যক্তি সহজে ক্লান্ত হয়ে যায় । কোন কাজ বা হাটা চলা করলে সে সহজে ক্লান্ত হয়ে পড়বে ।

জ্বর ভালো না হওয়া ঃ যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তির গায়ে সব সময় জ্বর থাকবে এই জ্বর সহজে ভালো হবে না ।
টানা ২ সপ্তাহের বেশি সময়  কাশি ঃ টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে  কাশি যক্ষা রোগের অন্যতম লক্ষণ । 

টিবি রোগের প্রতিকার

টিবি রোগ সম্পর্কে আমরা পূর্বেই যদি সচেতন হই তাহলে আমরা টিবি বা যক্ষা রোগ প্রতিকার করতে পারে । নিচে টিবি রোগের প্রতিকার সমূহ নিয়ে আলোচনা করা হলো ঃ

  • সরকারিভাবে টিবি রোগের টিকা দেওয়া হয় । এই টিকার নাম হচ্ছে বিসিজি টিকা । প্রত্যেকটি শিশুর জন্মের পরই এই টিকা দিয়ে দিতে হবে ।
  • নির্দিষ্ট জায়গায় কফ থুথু ফেলুন । যত্রতত্র কফ থুথু ফেলা থেকে বিরত থাকুন ।
  • লক্ষণ সমূহ প্রকাশ পেলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন । বর্তমানে সারাদেশের বিভিন্ন উপজেলা হসপিটালে সরকারিভাবে যক্ষা রোগের চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় তাই লক্ষণ দেখা মাত্রই হসপিটালে যোগাযোগ করুন ।
  • আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে ।
  • আক্রান্ত ব্যক্তিকে সবসময় মাস্ক ব্যবহার করতে হবে । যাতে তার মাধ্যমে অন্য ব্যক্তিতে এই রোগ না ছড়ায় ।
  • আক্রান্ত ব্যক্তিকে সম্পূর্ণ আলাদা করে ফেলুন । তার থেকে সুস্থ মানুষ দূরে থাকুন ।
  • স্যাঁতসেঁতে ,নোংরা , বদ্ধ পরিবেশে না থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা পরিবেশে থাকার চেষ্টা করুন ।

শেষ কথা

প্রিয় পাঠক আশা করি আপনি আমাদের পোস্টটি করে টিবি রোগের বিভিন্ন বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছেন । আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে সম্পর্কে জানাতে যাতে আপনারা সচেতন হন এবং বিভিন্ন রোগব্যাধি থাকে সুস্থ থাকুন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪