মোবাইলের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ ও তার সমাধান
মোবাইল ফোন ছাড়া আমরা এখন একটি দিনের কথা চিন্তাও করতে পারি না । মোবাইল ফোন
আমাদের নিত্য দিনের অনুষঙ্গ । আর এই মোবাইল ফোনের চার্জ নিয়ে আমাদের অনেকেই
ঝামেলায় পড়েন । আমরা অনেকেই জানিনা মোবাইল ফোনের চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায় ।
ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার বেশ কিছু কারণ রয়েছে । আজকে আমরা আমাদের এই পোস্টে
মোবাইলের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ ও তার সমাধান নিয়ে আলোচনা করেছি ।
প্রিয় পাঠক আপনি যদি আপনার মোবাইল ফোনের চার্জ দীর্ঘ সময় ধরে রাখতে চান তাহলে
মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ ও তার সমাধান জানা জরুরি । ফোনে চার্জ
দ্রুত শেষ হওয়ার কারণ সম্পর্কে জানতে আমাদের পোস্টটি পড়ুন ।
পোস্ট সূচিপত্রঃ মোবাইলের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ ও তার সমাধান
ভূমিকা
মোবাইল ফোনের ব্যবহার এখন আর শুধুমাত্র কথা বলাতে সীমাবদ্ধ নেই । মানুষ এখন
মোবাইল এ কথা বলা, গান শুনা, ভিডিও দেখা , গেম খেলা , বিভিন্ন এ্যাপস ব্যবহার ,
বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার সহ অনেক কাজে মোবাইল ব্যবহার করছে । আর এত সব
কাজ করতে গেলে ফোনে ভাল চার্জ ব্যাকআপ এর প্রয়োজন হয় । আমাদের অজান্তে নানা
কারনেই মোবাইল ফোন এর চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে । মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ
হওয়ার কারণ ও তার সমাধান সম্পর্কে জানতে হলে আপনাকে আমাদের পোস্ট পড়তে হবে ।
মোবাইলের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ
মোবাইলের চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে । নিচে ফোনের চার্জ দ্রুত
শেষ হওয়ার কারণ গুলো বর্ণনা করা হল :
ফোনের ভাইব্রেশন মোড অন রাখা : আমরা অনেকেই আমাদের মোবাইল ফোন ভাইব্রেশন
মোডে ব্যবহার করি । কিন্তু আমরা এটা অনেকেই জানিনা ফোনে সবসময় ভাইব্রেশন ব্যবহার
করলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় । ফোনে চার্জ দ্রুত শেষ হওয়ার পিছনে এটা
একটা অন্যতম কারণ ।
অ্যাপস এর ব্যবহার : বেশ কিছু অ্যাপস রয়েছে যেগুলো সব সময় ব্যবহার করলে
আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে । যেমন ঊবার, স্কাইপ, হোয়াটস এ্যাপ,
স্পটিফাই , নেটফ্লিক্স , ফেসবুক , টুইটার, ইন্সটাগ্রাম ,বাম্বল ,টিন্ডার ইত্যাদি
।
দুর্বল নেটওয়ার্ক : দুর্বল নেটওয়ার্কিং সিস্টেমের কারণে ফোনের চার্জ
দ্রত শেষ হয়ে যায় । নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না হলে দুর্বল নেটওয়ার্ক ফোনের
চার্জ তাড়াতাড়ি শেষ করে দেয় ।
চার্জ রত অবস্থায় ফোনের ব্যবহার : আমরা অনেকেই ফোন চার্জ দেয়া অবস্থায়
ফোন ব্যবহার করি । একই সাথে চার্জ দেওয়া এবং ফোন ব্যবহার করলে ফোনের ব্যাটারির
কার্য ক্ষমতা কমে যায় ।
নির্ধারিত চার্জার ছাড়া অন্য চার্জার ব্যবহার : প্রত্যেকটি ফোনের জন্য
একটি করে নির্ধারিত চার্জার থাকে । এই নির্ধারিত চার্জার ছাড়া অন্য চার্জার
ব্যবহার করলে ফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ।
জিপিএস চালু রাখা : সব সময় জিপিএস অন রাখলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে
যায় ।
লাইভ ওয়ালপেপার ব্যবহার : ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার অন্যতম কারণ হলো
লাইভ ওয়ালপেপার ব্যবহার । মোবাইলে লাইভ ওয়ালপেপার ব্যবহারের কারণে চার্জ শেষ
হয়ে যায় ।
ব্রাইটনেস বেশি ব্যবহার করা : আমরা অনেকেই ফোনে ব্রাইটনেস বেশি ব্যবহার
করি । ফোনে ব্রাইটনেস বেশি ব্যবহার করলে ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় ।
অনলাইনে গেম খেললে : ফোনে এখন বিভিন্ন অনলাইন গেম খেলা হয় । যেমন ফ্রী
ফায়ার ,পাবজি , লুডো কিং, ফিফা সকার , ক্লাস অব ক্লেন ইত্যাদি । অনলাইনে এসব গেম
খেলার কারণে ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় ।
যথাযথভাবে ফোন চার্জ না দিলে : আমরা সবাই ফোন ব্যবহার করি ঠিকই কিন্তু
অনেকেই জানিনা কিভাবে ফোন চার্জ দিতে হয় । সঠিক নিয়মে এখন চার্জ না দিলে ফোনের
ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় । যার ফলে ফোনের চার্জ বেশি কম থাকে না ।
মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়
ফোনের চার্জ যদি আমরা দীর্ঘ সময় ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে । মোবাইলের ব্যাটারি ভালো রাখার বেশ কিছু উপায় রয়েছে । উপায়গুলো মেনে চললে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে । মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায়গুলো নিচে উল্লেখ করা হলো ঃ
- ফোনে সব সময় ভাইব্রেশন মড অন রাখা যাবে না । যখন প্রয়োজন তখন অন করে আবার বন্ধ করে রাখতে হবে ।
- যেসব অ্যাপস ফোনের চার্জ দ্রুত শেষ করে দেয় সে সব অ্যাপস কম ব্যবহার করতে হবে .
- ভালো নেটওয়ার্কিং অবস্থায় ফোন ব্যবহার করতে হবে .
- ফোন চার্জ দেওয়া অবস্থায় ব্যবহার করা যাবে না । কোন প্রকার গেম খেলা বা ভিডিও দেখা যাবে না ।
- ফোনে নির্ধারিত চার্জার ছাড়া যে কোন মানের চার্জার দিয়ে ফোন চার্জ দেয়া যাবে না .
- জিপিএস সব সময় অন না রেখে যখন দরকার তখন অন করে অন্য সময় বন্ধ রাখতে হবে ।
- বেশি ব্রাইটনেস এর ব্যবহার আমাদের চোখের ক্ষতি করে ফোনের চার্জও দ্রুত শেষ করে দেয় ।তাই ফোনের ব্রাইটনেস কমিয়ে রাখতে হবে ।
- বিভিন্ন প্রকার লাইভ ওয়ালপেপার ব্যবহার থেকে বিরত থাকতে হবে ।
- আপনাকে নিয়ম মেনে ফোন চার্জ দিতে হবে । ঘন ঘন ফোন চার্জ দিবেন না । ফোনের চার্জ ফুল হয়ে গেলে চার্জারটি খুলে ফেলুন । মাঝেমধ্যে ফোনের চার্জ এম্পটি করে চার্জ দিন । ফোনের চার্জ ৮০% দিয়ে রাখুন । সবসময় ১০০% চার্জ দিবেন না ।
শেষ কথা
আমরা আমাদের এই পোস্টে মোবাইল ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার বিভিন্ন কারণ ও তার
সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । আশা করি আপনি আমাদের পোস্টটি পড়ে ফোনের
চার্জ নিয়ে আপনার ফোনের সমস্যার সমাধান করতে পারবেন । আরো বিভিন্ন বিষয়
সম্পর্কে জানতে চাইলে আপনি আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url